টুয়েন্টি-টুয়েন্টি
মহারাজ বলিলেন, ভাবিয়াছিলাম এই ২০২০ সালটা টুয়েন্টি-টুয়েন্টি খেলিয়া পার করিব।
মন্ত্রী ডগমগ হইয়া বলিলেন, মহারাজ কী ইঙ্গিত করিলেন, আমি বোধহয় বুঝিতে পারিয়াছি।
মন্ত্রীর দিকে কটাক্ষ করিয়া মহারাজ বলিলেন, মন্ত্রী, সবসময় সবকিছু বুঝিতে নাই, বুঝিলেও বালকের ন্যায় উগরাইয়া দেওয়াতে কোনও গরিমা নাই। বুঝিয়াছ?
মন্ত্রী: হুজুর হুজুর।
মহারাজ বলিতে লাগিলেন, আমার পঞ্চরত্নের নতুন রত্ন, কই তিনি, চাঁদবদনখানা একটু দেখি! হু হু, আর দেখিয়া কাজ নাই, মস্তক নত করিয়াই বসিয়া থাকো। তিনি আমাকে কহিলেন, মাতৃভাষা চালু করুন মহারাজ। মাতৃভাষী সেজেছেন! মহান মাতৃভাষী!
- টুয়েন্টি-টুয়েন্টি বিষয়ে বিস্তারিত পড়ুন
- মন্তব্য করার জন্য লগইন অথবা নিবন্ধন করুন
- 8 বার পঠিত