- মন্তব্য করার জন্য লগইন অথবা নিবন্ধন করুন
- 14 বার পঠিত
গলা সংকুচিত হয়, বুক ধড়ফড় করে,
চোখ মনি কোষ্ঠ থেকে বেরিয়ে আসতে চায়,
কী তীব্র ঝাঁঝালো স্বর!
কী তীব্র আহ্বান!
বুকে রক্তাক্ত গ্রাফিতি,
মুখে বারুদ, মাথায় মগজ জ্বলছে হয়ে মশাল!
এই মিছিল সবার জন্যে উন্মুক্ত,
সাদা কালো, নারী পুরুষ,
জীবিত বা মৃত,
জীবিত মানুষের স্রোত বড় হচ্ছে,
কবর থেকে সদ্য মৃত আর অর্ধগলিত লাশেরাও আওয়াজ দিচ্ছে,
সবার বুকে আঁকা গ্রাফিতি,
কী তীব্রভাবে মগজের মশালে জ্বলছে!
এ মিছিল আবশ্যিক,
জীবিত পিতার পাশে মৃত মেয়ে হাটছে,
হরেক রং কিংবা সাদা কাফন,
এই মিছিল সবার জন্যে উন্মুক্ত,
বুকে বিঁধছে সিসার গোলা,
চারপাশে লাঠিচার্জ আর ঝাঁঝালো নাইট্রোজেন,
তবু ভ্রুক্ষেপ নেই,
বুকে আঁকা গ্রাফিতি, এ মিছিল থামবে না।