- মন্তব্য করার জন্য লগইন অথবা নিবন্ধন করুন
- 12 বার পঠিত
নীতি, নৈতিকতা, প্রতিবাদ, উপদেশ, কাজ ইত্যাদিতে অনেকে বিশ্রীভাবে 'সিলেক্টিভিজম' খাটায়।
আর এর বিরুদ্ধে বললেই তারা বিশাল লেকচার দেয় 'ব্যক্তি স্বাধীনতা', ' নিজস্বতা', ' আত্মনিয়ন্ত্রণ অধিকার' 'বাক স্বাধীনতা' ইত্যাদি নিয়ে।
এরাই মূলত সমাজের সহজ সরল মানুষদের একটা প্যারাডক্সে ফেলে দেয় এবং 'সারল্য'কে 'বোকামি' বলে প্রমাণ করার চেষ্টা চালায়।
এই মানুষ গুলোর প্রকৃত চেহারা বুঝতে পারা কঠিন।
এর জন্যে বহু দৃশ্যপট থেকে দৃশ্যমান করা লাগে,
মানসিক জড়তার জন্যে বেশিরভাগ মানুষ এই সূক্ষ্ম ব্যবধান ধরতে পারে না।
তাই তারা যুগ যুগ ধরে মধ্যপন্থায় টিকে থাকে।
#প্রলাপ_০১