- মন্তব্য করার জন্য লগইন অথবা নিবন্ধন করুন
- 10 বার পঠিত
কারফিউ চলুক মুখে, তালাবন্ধ হোক মগজ,
চিন্তায় দিয়ে দিব নিষেধাজ্ঞা, চোখ দেখবেনা আকাশ,
চোখের সামনে টাঙিয়ে দিব ইচ্ছা-বিলবোর্ড,
যা দেখাই তা'ই দেখবে পৃথিবী;
এই সব বইয়ে থাকবে আমার গল্প,
কেউ লিখবে না, কেউ বলবে না, কেউ ভাববে না,
এই আকাশ, এই বাতাস সব আমার,
আমিই সব, আমিই ঈশ্বর।