- মন্তব্য করার জন্য লগইন অথবা নিবন্ধন করুন
চেনা শিশুর চিৎকারে থামে চেনা শীৎকার
প্রবল উত্থান হারায় অতল পাতালে
অথবা শীঘ্রপতনে মেলায় জখমি রামধনু
অথচ কাচমাত্র ব্যবধানে অচেনা শিশু
জানেনা আগুনের ব্যবহার , ভুলভুলাইয়ার মানচিত্র
তবুও দৃষ্টি টেনে নেয় দমবন্ধ লবণের আধার
ইলেকশন আর ইরেকশনের চেনা কৌতুকটাও বলা হয়ে যায়
মৃদুমন্দ হুল্লোড়ে ধ্বসেনা চীনের প্রাচীর
কিন্নর হাসি মেশে পিয়ানোর ছন্দে
পাংশুটে আমিষ শরীর সঁপে ধারালো গিলোটিনে
মুহূর্তে উন্মোচিত হয় লুকানো রক্তজবা
অভিযোগে ত্রস্ত চারপেয়ে ছোটে উত্তপ্ত হেঁসেলে
রক্তশূন্য হয়ে ফেরে ওয়েলডান আমিষ
ওয়েলডান হে মূক ওবধির রঙিন প্রজাপতি, ওয়েলডান।
ওয়েলডাইন
ওয়েলডাইন
গুরু ফাডাইয়ালাইছেন।
গুরু ফাডাইয়ালাইছেন।