- মন্তব্য করার জন্য লগইন অথবা নিবন্ধন করুন
কুকি মেয়ে;
রাতের জৈবিক উল্লাসের কাল পেরিয়ে এসে
ভোরের কাকের মত ডেকে চলে গলির শেষে
ডেসার তারে, ছাদের কার্নিশে।
ব্যাকুল সে কণ্ঠে আমার দুয়ার হাসে।
ছড়ানো রোদ্দুরে চোখ তুলে দেখি
ত্রিপুরার গন্ধমাখা মেয়ে,
উল্লাসে কাটেনি তার এক বিন্দু সময়;
একবুক যে পিপাসা নিয়ে সে পথে নেমেছিল
সে পিয়াস মিটবার নয়।
গোমতির তীর ধরে লুসাই অব্দি সে পান করেছিল
জল, রাতের গভীরে ডুব দিয়ে।
তার গায়ে সেই পাহাড়ের গন্ধ, রাবার পাতার গন্ধ,
গোমতির তলার এঁটেলের গন্ধ।
আমার বারান্দা ভরে উঠেছে সে গন্ধে
যখন রোদ পড়েছে তার ছোট্ট শরীরে,
আমার কুকি জবার গায়ে।
২৭.০৮.২০০৫
বাহ।
বাহ।
সাধু! সাধু!
সাধু! সাধু!