- মন্তব্য করার জন্য লগইন অথবা নিবন্ধন করুন
বিকালের রোদ জমে আছে পৃথিবীর পাদুকায়
রাদুকার চপ্পল পরে হাটছেন হুমায়ুন হাশিম
আমি জানি লোকটা ফালতু নয়
কিঙবা ফালতুই। ডাল তরকারি দিয়ে ভাত মেরেছে কি মারেনি
সে তর্কে না যাই, তবে সাকুরায় বসে লোকটাকে একটা চিলড ফস্টার গিলতে দেখেছি
হুইস্কির পয়সা ছিল না বলে। এমনটি নয়, আসলে সে ফস্টারই ভালবাসে
যদিও লোকেরা তা মানে না। তারা জানে, হুমায়ুন হাশিম হুইস্কি পারে না
আরে নারে না, আমি তারে দেখেছি অফিসের নারী কলিগদের সাথে হেসে হেসে কথা কইতে
চলতে ফিরতে মিটিমিটি হাসি সৌহার্দ্য বিনিময়ে
তা সত্ত্বেও ইনিযে বিনিয়ে চুগলখুরিতে পাইনি
একা একা মনে মনে সে পৃথিবীরেই শুধু ভালবাসে
আর বাসে নিজেরে
দারুন...
দারুন...
লোকটা আসলে ফালতু না...
লোকটা আসলে ফালতু না...
ক্যাম্বে বুজলেন?
ক্যাম্বে বুজলেন?
আন্দাজ কইরা লইছি...
আন্দাজ কইরা লইছি...
যা কইছেন তাতে তো ফালতু মনে
যা কইছেন তাতে তো ফালতু মনে হইবার লাগতেছেনা...