ফেরা
উন্মোচন ফিরে আসছে! উন্মোচন ফিরে এসেছে!
সময়ের মুখোশ খুলে দেখার প্রত্যয় নিয়ে উদ্দীপনাময় যে তথচলা শুরু হয়েছিল, সেই পথে আবার ফিরছে উন্মোচন! বন্ধুর পথচলায় বন্ধুদের পাশে পাবে আবারও-সেই প্রত্যাশা নিয়ে, নতুন দিনের স্বপ্ন বোনার প্রত্যয় নিয়ে দ্বিতীয় জন্ম হচ্ছে কমিউনিটি ব্লগ উন্মোচনের।
আজ থেকে দশ বছর আগে, ২০১০ সালের ১২ জুন উন্মোচন যাত্রা শুরু করেছিল। আগামী কাল ২০২০ সালের ১২ জুন নতুন করে উন্মোচন আবার তার প্রিয় লেখক-পাঠকের কাছে ফিরবে।
কোভিড-১৯ এর এই ক্রান্তিকালে এক জানালাভরা সুবাতাস নিয়ে আপনাদের কাছে পৌঁছে যাক প্রিয় ব্লগ উন্মোচন!
- ফেরা বিষয়ে বিস্তারিত পড়ুন
- ১টি মন্তব্য
- মন্তব্য করার জন্য লগইন অথবা নিবন্ধন করুন
- 10 বার পঠিত