ওয়েলডান!
চেনা শিশুর চিৎকারে থামে চেনা শীৎকার
প্রবল উত্থান হারায় অতল পাতালে
অথবা শীঘ্রপতনে মেলায় জখমি রামধনু
অথচ কাচমা
- ওয়েলডান! বিষয়ে বিস্তারিত পড়ুন
- 2টি মন্তব্য
- মন্তব্য করার জন্য লগইন অথবা নিবন্ধন করুন
চেনা শিশুর চিৎকারে থামে চেনা শীৎকার
প্রবল উত্থান হারায় অতল পাতালে
অথবা শীঘ্রপতনে মেলায় জখমি রামধনু
অথচ কাচমা
কুকি মেয়ে;
রাতের জৈবিক উল্লাসের কাল পেরিয়ে এসে
ভোরের কাকের মত ডেকে চলে গলির শেষে
ডেসার তারে, ছাদের কার্নিশে।
ব্যাকুল সে কণ্ঠে আমার দুয়ার হাসে।
বিকালের রোদ জমে আছে পৃথিবীর পাদুকায়
রাদুকার চপ্পল পরে হাটছেন হুমায়ুন হাশিম
আমি জানি লোকটা ফালতু নয়
কিঙবা ফালতুই। ডাল তরকারি দিয়ে ভাত মেরেছে কি মারেনি
কালো কালি, নীল রং
মোহনার কাল
কে যেন আপনি?
মানস ছাড়িয়ে, সৃষ্টিরও আগে
আদ্যন্ত দ্বিধা
অদৃশ্য। অনর্গল। অচেতন
মূর্তির, বিষাদের
অবিমিশ্রতা
(আবারও অর্ধেক বয়স আগের লেখা)
নোঙরে জলের ক্ষত ছিল
অবিরাম কান্নার গায়ে গোলাপ কাঁটা ফুটালেও
তুমি অগীতল