আমরা একই গ্রামের মানুষ ছিলাম
ছবিটা ফেসবুকে পোস্ট করার ঠিক আগ মূর্হুতে মনে পড়ল আইনালের কথা। সুপারি গাছের সারির ঠিক নিচে ছিল আইনালের বাড়ি। সে ছিল হাঁপানির রুগি। খুব কষ্ট করে নিঃশ্বাস নিতো। এই শ্বাসকষ্ট বহুগুন বেড়ে যেত রাতের বেলায়। ঘুমের মধ্যে তার নাক ডাকার শব্দ এতটায় তীব্র ছিল যে, বহু দুর থেকে শোনা যেত। গ্রামের ছেলে, বুড়ো সকলেই তার নাক ডাকা শব্দের সাথে পরিচিত ছিল। এমন গল্পও প্রচলিত ছিল, একদিন গভীর রাতে অপরিচিত এক ব্যক্তি এই রাস্ত দিয়ে যাবার সময় আইনালের নাক ডাকার শব্দকে বাঘের গর্জন মনে করে ভয়ে চিৎকার দিয়ে অনেকের ঘুম ভাঙ্গিয়ে দিয়ে ছিলো।
- আমরা একই গ্রামের মানুষ ছিলাম বিষয়ে বিস্তারিত পড়ুন
- মন্তব্য করার জন্য লগইন অথবা নিবন্ধন করুন
- 15 বার পঠিত